অন্যান্য

আদিবাসী দিবসে ময়মনসিংহে আদিবাসী দিবস উদযাপন কমিটির ১১ দফা দাবি উত্থাপন

স্টাফ রিপোর্টার ঃ ‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ আগষ্ট ময়মনসিংহে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহবায়ক অরন্য চিরান লিখিত বক্তব্যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১১ দফা দাবি জানান।

বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা,
আদিবাসীদের জন্য মহান জাতীয় সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দ রাখা, সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করা, সমতলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষার জন্য আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পৃথক ভূমি কমিশন গঠন করা, মহান সংসদের সংরক্ষিত মহিলা আসনে সমতল আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করা, আইএলও কনভেশন নং ১০৭ এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করা, শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ বহাল রাখা, আদিবাসী অধ্যূষিত এলাকায় স্থানীয় সরকার (জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে) ও প্রশাসনের বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা বন মামলা ও অন্যান্য হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং ‘বন আইন ২০১৯’ সংশোধনসহ নতুন করে মিথ্যা বন মামলা দায়ের করা থেকে বিরত থাকা, আদিবাসীদের বংশানুক্রমিকভাবে বসবাস করা স্বত্ব দখলীয় ভূমিকে ঐতিহ্যগত ভূমি হিসেবে স্বীকৃতি প্রদান করে নিজ নিজ নামে বন্দোবস্ত প্রদান করা এবং আদিবাসী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প তৈরির পূর্বে আদিবাসীদের সাথে সুস্পষ্ট আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করার দাবী উত্থাপিত হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেনসহ আদিবাসী নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *