অন্যান্য

আ.লীগ নেতা হাবিবুর রহমানের আয়োজনে শোক দিবস পালন

ত্রিশাল প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিসবটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল কুরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল।

দুপুরে উপজেলার খান ফিলিং স্টেশন চত্বরে আলোচনা সভায় মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও প্রবীণ নেতা ফজলে রাব্বী, বালিপাড়া ইউনিয় আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা এম.এ বাতেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব আশরাফুল তালকদার দুলু প্রমুখ।

2 thoughts on “আ.লীগ নেতা হাবিবুর রহমানের আয়োজনে শোক দিবস পালন

  • As before, we used data where available, completing the entries by using the requirement that rows sum to 1 and occasional reasonable assumptions when data are lacking priligy india As a consequence, the DBCG Executive Committee decided to withdraw the patients coming from the two surgical units from future studies involving the intent to treat principle

  • My daughter s periods are becoming more regular and with that she is much more uncomfortable and she looks like she is in a lot of pain cytotec buy online One approach includes annual careful checking for past medical history, complete physical examination, and Papanicolaou smear 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *