ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫৮ বস্তা চাল পাচার কালে তিনজন আটক
ইটনা, কিশোরগঞ্জ (প্রতিনিধি): কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫৮ বস্তা চাল কালো বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকারী আজহারুল ইসলাম লেলিন (৪৫), সাইদুর ইসলাম (২০), নিয়ামুল (২৪) এই নামের তিনজনকে ইটনা থানা পুলিশ গ্রেফতার করে থানায় এনে মামলা রেকর্ড করে কোর্টে প্রেরণ করেন।
ইটনা থানা সূত্রে জানা যায়, গত ১৭ই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বাদলা বাজার সংলগ্ন স্থান থেকে ৭২ বস্তা চাল সহ তাদেরকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃগা ইউনিয়নের বোরহান উদ্দিনের বাড়ি থেকে আরও ৮১ বস্তা চাল ইটনা থানা পুলিশ জব্দ করে নিয়ে আসে। ইটনা উপজেলার খাদ্য কর্মকর্তা মো. বাবুল আকরাম বলেন, গত ১৬ই সেপ্টেম্বর ডিলার মো. শাহজাহান মিয়া জানুকে মৃগা ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৫০ কেজির বস্তার ২১৬ বস্তা চাল যার ওজন ১০ মেট্রিক টন বা ১০ হাজার ৮৩০ কেজি চাল প্রতিজনকে ৩০ কেজি হারে ১৫ টাকা ধরে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। সে চাল অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে সরকারি মাল কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ইটনা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল আকরাম বাদী হয়ে ডিলার শাহজাহান মিয়া জানু সহ ৮ জনের নাম উল্লেখ করে ইটনা থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং ৯, তারিখ ১৮/০৯/২০২৫ইং। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।