ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখের পক্ষ থেকে অটো চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখের পক্ষ থেকেউপজেলার ৬শতাধিক অটো চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামপুর অটোচার্জার মালিক সমবায় সমিতির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর কলেজ মাঠ প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূরসহ অটো চালক মালিক সমিতির বিভিন্ন সংগঠনের সভাপতি,সম্পাদক ও সদস্যর উপস্হিতি ছিলেন।