জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

এ বছর পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না থাকায় মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান 

স্টাফ রিপোর্টার :এ বছর পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না থাকায় মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, পুজা মন্ডপগুলি যেখানে তৈরি করবেন লক্ষ্য রাখবেন জনসাধারণের চলাফেরার যেন কোন রকম সমস্যা না হয়। অনেক পূজা মন্ডপের পাশে মসজিদ আছে তাই আপনাদের খেয়াল রাখতে হবে যখন আযান দেয় নামাজ পড়ে তখন যেন বাদ্যযন্ত্র সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। এই বছর পূজা উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না থাকায় আপনারা মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে, অর্থ সেইভ করে সিসি ক্যামেরার ব্যবস্থা করুন। মন্ডপে বা মন্ডপের আশেপাশে কোন রকমের বিশৃঙ্খলা দেখলে বা অনুমান করতে পারলে প্রশাসনের নিয়োজিত লোককে অথবা থানাতে সাথে সাথে অবিহিত করবেন। শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার)ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ব্রহ্মপুত্র হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক এড. এটিএম মাহবুব উল আলম, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, ময়মনসিংহ সেনানিবাসের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, পূজা উদযাপন কমিটির সভাপতি এড. তপন দে, আহবায়ক শংকর সাহা, মীর কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান কবীর, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কর্তা ইঞ্জি: মো: মনিরুল হক ফারুক রেজা, জামায়াতে ইসলামী সদর থানার আমির মো: মফিদুল ইসলাম।

এ সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ , ইসলামিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।