গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা খালেক লস্করের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’র যশোর জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক লস্কর (৮৪) আজ (১৮ জুন ২০২৫) বুধবার বেলা ১টায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থ্যতায় শয্যাশায়ী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শোক জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত রেহেনা ও সাধারণ সম্পাদক রহিমা জামাল এবং জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস।
এ ছাড়াও শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্টে সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি জিন্নাত কাজি খালেক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় তার জানাজা যশোর জেলার জহুরপুর ইউনিয়নের চাদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।