ঘুষ না পেয়ে সাংবাদিককে হেনস্তার অভিযোগে ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নকলা প্রতিনিধি: ঘুষ না দেওয়ায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে সাংবাদিককে হেনস্তা ও মানসিকভাবে নিপীড়নের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. শফিউজ্জামান রানা ২৬ জুন, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নকলা উপজেলা শাখা অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে রানা জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামান (বিপি নম্বর ৭৩৯২১৪৬৯২৫) প্রায় তিন মাস আগে তাকে ফোন করে ডিবি অফিসে আসতে বলেন। অফিসে গিয়ে এসআই তার বিরুদ্ধে চলমান একটি মামলায় অনুকূলে রিপোর্ট দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
তিনি বলেন, “আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি বলেন, ‘তাহলে রিপোর্ট আপনার বিপক্ষে যাবে।’ এ ধরনের আচরণ একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষে কাম্য নয়।”
রানা জানান, তার সাবেক স্ত্রী জান্নাতুল মল্লিকা মুন্নি সি.আর আমলী আদালত, নকলা-শেরপুরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মোকাদ্দমা নম্বর ৫০/২০২৫)। মামলায় অভিযোগ করা হয়, তিনি তার সাবেক স্ত্রীর জমি জবরদখল করেছেন, ঘরবাড়ি ভেঙেছেন, ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়েছেন, সীমানার বাঁশের বেড়া ভেঙে দিয়েছেন এবং ওই নারীকে রেখে আরও দুইটি বিয়ে করেছেন।
তিনি বলেন, “জমিটি আমি ২০১৪ সালে দলিলমূলে ক্রয় করি। ওই স্থানে নির্মিত বাড়িতে দীর্ঘ ১০ বছর আমরা সংসার করি। অথচ মামলার সাক্ষী হিসেবে তার বাবার বাড়ির লোকজন এবং এক বান্ধবীকে রাখা হয়েছে— যাদের কেউই ঘটনাস্থলে ছিল না। অথচ আশপাশের স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা সাক্ষী হতে পারতেন।”
সাংবাদিক রানা আরও বলেন, “এসআই কামরুজ্জামান মামলার সত্যতা যাচাই না করে, ঘুষ না পেয়ে, সাংবাদিক পরিচয় দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আমার দেওয়া কোনো প্রমাণপত্র গ্রহণ না করে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।”
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়:
১৩ বছর সংসারের পর বিবাহবিচ্ছেদ হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে ভাড়াটিয়াকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়। তালা লাগিয়ে অনধিকার প্রবেশ করা হয়।জমির মূল্য ধরা হয় ৪ লাখ টাকা এবং বেড়া ভাঙায় ক্ষতি হয় ৫ হাজার টাকা। প্রতিবাদ করলে বাদী ও স্বাক্ষীদের হুমকি দেওয়া হয়।
সাংবাদিক রানা বলেন, “এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসআই কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমি আইজিপির দারস্থ হবো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র প্রতিনিধি মো. হযরত আলী, নকলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, কোষাধ্যক্ষ আইনুল নাইম, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সদস্য মো. জহিরুল ইসলাম এবং ডিএসবি শাখার অন্যান্য সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।