অন্যান্য

ডিআইএফই’র উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত

  1. ময়মনসিংহ উপমহাপরিদর্শকের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৯ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। শিশুশ্রম বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হলেও এ বছর ১২ জুন ঈদের ছুটি থাকায় সরকারের সিদ্ধান্তে দেশব্যাপী শিশুশ্রম প্রতিরোধ দিবসের কর্মসূচী পালন করা হয়। এ বছর শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য ছিল “স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিড়ি- এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি”। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সংস্থা, সংগঠনের প্রতিনিধিগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

সকাল ১০ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম  এ র‍্যালীর উদ্বোধন করেন। উক্ত র‍্যালীতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহ্‌মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ সহ তাঁর দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারি এবং অন্যান্য সরকারি বেসরকারি অংশীজন অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এডিপি’র সুবিধাভোগী শিশু ও কিশোরগণ দিবসের প্রতিপাদ্য খচিত ব্যানার, ফ্যাস্টুন, প্লেকার্ড নিয়ে র‍্যালীতে অংশগ্রহণ করেন।র‍্যালী শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে বিভিন্ন সরকারি বেসরকারি অংশীজন, ময়মনসিংহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এডিপি’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও সুবিধাভোগী শিশু ও কিশোরগণের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ শিশুশ্রম বিষয়ক জাতীয় আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শিশুশ্রম বিষয়ক লক্ষ্যমাত্রা, শিশু শ্রমিকের তথ্য সংগ্রহ ও শিশুশ্রম নিরসনের মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা এবং তাঁর শিশুশ্রম নিরসনে নিজ দপ্তরের বিগত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন যে, সমাজে শিশুশ্রমের নানাবিধ কারন ও বিদ্যমান বাস্তবতা এবং শিশুশ্রম নিরসনের নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বাৎসরিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর লক্ষ্যমাত্রা মোতাবেক ১২০ জন শিশু শ্রমিককে শ্রম হতে প্রত্যাহার করাসহ বিগত ৩ অর্থবছরে তাঁর দপ্তর কর্তৃক বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান হতে মোট ৩৬৬ জন শিশু শ্রমিককে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। তিনি শিশু শ্রমিকের তথ্য সংগ্রহ ও শিশুশ্রম নিরসনের বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে শিশুশ্রম নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন যে, প্রত্যেক শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সমাজের সকল সচেতন মানুষের দায়িত্ব। শিশুশ্রম বন্ধে তিনি সকলের নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনের আহবান করে বলেন শিশুশ্রম বন্ধ করতে না পারলে আগামীর বাংলাদেশের জন্য মননশীল নেতৃত্ব গড়ে উঠার পথ বাধাগ্রস্ত হবে এবং সকল নাগরিককেই এর মূল্য দিতে হবে। তাই তিনি শিশুর সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশ এবং সুন্দর মন নিয়ে নিরাপদে বেড়ে উঠার সুযোগ তৈরি করতে সকলেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহ্‌মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এডিপি’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্তিয়ান পিউরিফিকেশন প্রমুখ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। (প্রেস বিজ্ঞপ্তি)