অন্যান্য

তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে ঢাকুয়া ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদারের উপর হামলা ও গাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হরিয়াগাই বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিক্ষোভ ও থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা যায়, তারাকান্দার ঢাকুয়া ইউনিয়নে এবার ঈদ উপলক্ষে ২২৪৮টি ভিজিএফ কার্ডের বরাদ্দ দেয়া হয়। কার্ডের বিতরণ নিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক তালুকদারের সাথে ঢাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কথা কাটা কাটি হয়। ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করে রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহে যাওয়ার পথে হরিয়াগাই বাজারে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ী ভাংচুরসহ চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার ও গাড়ী চালককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে ইকরামুল হক তালুকদারের কর্মী সমর্থকরা তারাকান্দা সদর ও হরিয়াগাই বাজারে বিক্ষোভ মিছিল করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার জানান, ভিজিএফ কার্ড ইস্যু করে আমাকে হত্যা করতে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *