তারাকান্দায় কল্যাণ তহবিল বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও আইসিটি উপকরণ বিতরণ
নাজমুল হক,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ তহবিল বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলাম, শ্রীবাস চন্দ্র পাল ও কাকনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল কবীর প্রমূখ। এ সময় মধুপুর সূর্যোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দেলোয়ার হোসেন আকন্দ,দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক,বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানসহ আন্যন্য প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করা ও শিক্ষার্থীদের মাঝে আইসিটি ধারনা তৈরি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার।