অন্যান্য

তারাকান্দায় বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি:দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা

তারাকান্দা প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি,দাঙ্গা হাঙ্গামা নিরসনের লক্ষে পুলিশ উভয় পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন। জানা গেছে,উপজেলার তারাকান্দা সদরের উত্তর বাজার মোকামিয়াকান্দা মৌজাস্থ বিআর এস-খতিয়ান -২৮,দাগ-১০৯ এ ২ শতাংশ ভুমি পূর্ব তালদিঘী গ্রামের আব্দুর রশিদের পুত্র রুবেল মিয়া (৩১) বিআরএস রেকর্ড ও জমা খারিজ মূলে জসিম উদ্দিন খোকা এর নিকট থেকে ১২৪ নং সাব কাওলা রেস্ট্রি দলিল মূলে ক্রয় করে এবং নির্মাণ কাজ শুরু করে তখন প্রতিপক্ষ শাহিনুর আলম গং বাধা দেয়।

এ ব্যাপারে সুবিচারের আশায় রুবেল মিয়া বাদী হয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃবিঃ ১৪৪ ধারা মোকাদ্দমা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার তারাকান্দা থানা পুলিশ আদালতের নির্দেশ মতে শান্তির শৃঙ্খলা বজায় রক্ষা স্বার্থে উভয় পক্ষকে নোটিশ জারি করে।

এ বিষয়ে রুবেল মিয়া জানান,দাতার দখল কৃত ২ শতাংশ পতিত ভুমি সাব কাওলা বিক্রি করে। রেজিষ্ট্রি সাব কাওলা দলিল মুলে ক্রয় করার পর দাতা ভুমির দখল বুঝাইয়া দেয়। তারপর উক্ত ভুমিতে নির্মাণ কাজ করতে থাকলে প্রতিপক্ষগংরা বাধা ও নানান হুমকিদেয়। এ বিষয়ে সু বিচারের আশায় রুবেল মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ধারা মোকাদ্দমা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *