তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম (৩২) কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছে।এছাড়াও কাভার্ড ভ্যানের হেলপার মোঃ শামীম মিয়া (২৫) আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৯ অক্টোবর)সাড়ে ১১ টায় ঘটনাটি ঘটে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এস.আই শামসুর রহমান জানান, শেরপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস এর সাথে ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানটির চালক ও হেলপার আহত হয়।এই ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ডভ্যানে দুইজনেই আটকা পড়েন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাভার্ড ভ্যানের চালক আবু নাঈম।
অপরদিকে গুরুতর আহত শামীম মিয়া চিকিৎসাধীন রয়েছেন।
আবু নাঈম (৩২) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিপুর দেউলি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
ঘটনাস্থল তাৎক্ষনিক পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ADH atypical ductal hyperplasia, ALH atypical lobular hyperplasia, CCHA columnar cell hyperplasia with atypia, IDP intraductal papilloma, LCIS lobular carcinoma in situ, MLL mucocele like lesion, RS radial scar where buy cytotec without a prescription 4 Refer to Diffuse astrocytomas treatment in the Astrocytic Tumors Treatment section of the Treatment of Primary Central Nervous System Tumors by Tumor Type section of this summary for more information