তুরস্কের আগেই করোনার ভ্যাকসিন আনছে ইরান
এনএনবি : আগামী সপ্তাহে বাজারে আসছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন।
কোভ-ইরান বারেকাত নামের এই ভ্যাকসিনটি বাজারজাত করার আগে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের তিনটি ধাপের সবগুলোতেই ‘উচ্চ কার্যকারিতা’ দেখিয়েছে। সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরেও যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে ইরান। দেশটি গতবছর ডিসেম্বর মাসে এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে।
প্রথম এক মাসে নতুন এই ভ্যাকসিন উৎপাদনের পরিমাণ হবে দশ লাখ। পরে ধাপে ধাপে বেড়ে আগস্টের শেষে এই পরিমাণ হবে দেড় কোটি ডোজ।
এর মাধ্যমে ইরান তুরস্কের আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারজাত করতে সক্ষম হল।
বারেকাত গ্রুপের মহা ব্যবস্থাপক হাসান জালিলি বলেন, চলতি ফার্সি বছরে এই টিকার ৩০ লাখ ডোজ উৎপাদন করা হবে। তারপরই টিকা উৎপাদনের পরিমাণ এক কোটি ৮০ লাখে উন্নীত করা হবে।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তৃতীয় ক্লিনিক্যাল টেস্টের ফলাফল নিশ্চিত করলে যত তাড়াতাড়ি সম্ভব এই টিকার গণ-উৎপাদন শুরু হবে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই টিকার অভিযান শুরু হতে যাচ্ছে।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
60mg priligy I have read that intermittent fasting increases HGH and also IGF 1, then I found studies, which seem to have opposite conclusions
buying cytotec no prescription Radiation induced brachial plexopathy is characterized by shoulder discomfort and progressive paresthesias and weakness in the arm and hand