অনিয়ম-দূর্নীতিজাতীয়

ত্রিশালে ইয়াবা ও হেরোইনসহ চার মাদক কারবারী আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: নয়শত পঞ্চাশ পিচ ইয়াবা ও ১১৬ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ত্রিশাল থানার এসআই সবুজ ও এএসআই আকরাম উপজেলার বৈলর এলাকায় রাতে চেকপোস্ট ডিউটি কালীন সময়ে ৯৫০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল, ত্রিশাল উপজেলার উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন ও ময়মনসিংহ কোতয়ালী থানার বাড়েরা এলাকার আহসান হাবীব।

অপর দিকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর শহরের ৮নং ওয়ার্ডে ক্রয়-বিক্রয় কালে আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখাকে ১১৬ গ্রাম হিরোইনসহ আটক করে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এ এস আই মির্জা ওয়াসিম। উদ্ধারকৃত ১১৬ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য এগার লক্ষ ষাট হাজার টাকা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বে মাদকের আরো ৮টি মামলা রয়েছে। আটককৃতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।