অন্যান্য

ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল:

দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিশাল বাজারের মেইন রোড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড নজরুল কলেজ গেইট হইতে উপজেলা নির্বাহী অফিসের গেইট পর্যন্ত আরসিসি ঢালাই ও ডান পার্শ্বে ড্রেইনসহ এ সড়কটি উন্নয়ন করা হবে।

রোববার এ কাজের উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এ বিএম আনিসুজ্জামান আনিছ।

লোকাল গভর্নমেন্ট কোভিট রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও ত্রিশাল পৌরসভার বাস্তবায়নে এ উন্নয়নমূলক কাজটি হচ্ছে।

এসময় পৌরসভার প্যানেল মেয়র (১) রাশেদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র-২ মানিক সাইফুল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ূন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *