জাতীয়

 দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের আঠারো হাজার গাছের চারা বিতরণ

নান্দাইল প্রতিনিধিঃ  নান্দাইল উপজেলায় পারিবারিক পুষ্টির জোগান, দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ওয়ার্ল্ড। ভিশন। এই কর্মসূচির আওতায় নান্দাইল পৌরসভা এবং নান্দাইল, আচারগাঁও, চন্ডিপাশা, ও শেরপুর ইউনিয়নের ৪৪টি গ্রামের ৩৬০০ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মধ্যে ৫ জাতের (আম, লিচু, লেবু, নিম ও সজিনা) মোট ১৮,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে, যার বাজার মূল্য ৭,৩০,৮০০ টাকা।
৩০ জুন চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী  অনুষ্ঠানে এপি ম্যানেজার সাগর জন কস্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজী, নিলু বেগম, প্রোগ্রাম অফিসার, এবং তুলি কস্তা, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রা।
এই উদ্যোগটি একদিকে যেমন পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করবে, তেমনি দীর্ঘমেয়াদে তাদের আয়ের উৎস বাড়াতেও ভূমিকা রাখবে। এছাড়াও, এই বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।