অন্যান্যজাতীয়

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর হালুয়াঘাটে উদ্বোধন হলো কয়লা আমদানি 

মোঃ বাবুল হোসেন: দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভারতীয় কয়লা আমদানি।

গত ৪ই এপ্রিল কড়ইতলী স্থল বন্দরে কয়লা আমদানির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। 

এ সময় উপস্থিত ছিলেন,হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান,স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলী গোবরাকুড়া আমদানী ও রপ্তানীকারক উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহিরসহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি মাহমুদুল হক সায়েম বলেন, আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে। বন্দরে আমাদের সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধুমাত্র কয়লা আমদানী করছি অথচ এ বন্দর দিয়ে আরও কয়েকটি পন্যসামগ্রি আমদানী করতে পারি । পাশাপাশি আমাদের দেশের কয়েকটি পন্য রপ্তানীও করতে পারি এ বন্দর দিয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব । বন্দরটি পুরোপুরি চালু হলে দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *