দুর্গাপুরে বিষপানে অটোচালকের মৃত্যু
রাখী দ্রং,দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে এলবার্ট দাস(২৭) নামে এক অটোচালকের বিষপানে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩জুলাই) সন্ধ্যায় পৌর শহরের ঘোড়াইত এলাকায় এই ঘটনা ঘটে। অটোচালক ওই এলাকার নয়ন দাসের ছেলে। এলবার্ট বিবাহিত তাঁর ঘরে রয়েছে ছয় মাসের একটি ছেলে সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটো চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাসায় আসে এলবার্ট। এরপর ঘরে টুকে গাছের জন্য রাখা বিষ খেয়ে খাটের উপর পড়ে থাকে। এরপর ঘরের চারদিকে বিষের গন্ধ ছড়িয়ে পড়লে এলবার্টের পিতা ঘরে ঘরে টুকে দেখে সে বিছানায় পড়ে আছে। এই দৃশ্য দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
দুর্গাপুর থানার তদন্ত (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে।