জাতীয়

নাগরিকতা এনগেজমেন্ট ফান্ড সিইএফ পরায়ণ ইনক্লুসিভনেস প্রজেক্ট এর আওতায় ময়মনসিংহ জেলায় অংশীদারদের নিয়ে ইনডাকশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ নাগরিকতা এনগেজমেন্ট ফান্ড সিইএফ পরায়ণ ইনক্লুসিভনেস প্রজেক্ট এর আওতায় ময়মনসিংহ জেলায় অংশীদারদের নিয়ে ইনডাকশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে ময়মনসিংহের জেলা পরিষদ হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, জিও, এনজিও সকলের সহযোগিতায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা এগিয়েছি কিন্তু সামগ্রীক জায়গায় আমরা পিছিয়ে আছি। তিনি আরো বলেন, আমাদের নেয়া বিভিন্ন কর্মসূচি শুধু সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের কথাগুলো মাঠ লেভেলে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌছে দিতে হবে। যুগের তালে তালে আমাদের রেসিওর পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিসেস ওয়াহিদ বানু স্বপ্না। তিনি বলেন, সবাইকে কাজ করাই হলো পরায়ণ। পরায়ণ প্রজেক্ট দেশের ৬টি জেলা, ২৭টি উপজেলা এবং ৮৪টি ইউনিয়নে সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও নারীদের নিয়ে কাজ করছে। স্থানীয়দের সাথে নিয়ে আমরা অসহায় মানুষকে পরিবারের কাছে পিৗছে দিতে কাজ করে থাকি। আমরা সকলের মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। পরায়ণ প্রজেক্ট এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্টের টিম লিডার মিসেস উম্মে কাউসার সুমনা।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিবিও, ইয়ুথ ক্লাব সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।