নান্দাইলে পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদের প্রশাসনিক সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।
নান্দাইল উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা করা হবে।
এছাড়া প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে অর্ধটন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানাগেছে। উক্ত প্রস্তুতিমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, নান্দাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শ্যামল কুমার গাঙ্গুলী ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।