নান্দাইলে প্রবীণ শিক্ষাবিদ মরহুম আলী আফজাল খানের মৃত্যু বার্ষিকী পালিত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রবীণ শিক্ষাবিদ মরহুম আলী আফজাল খানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরখামটখালী গ্রামে মনোরম পরিবেশে স্থাপিত জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আলী আহসান খান পারভেজের সভাপতিত্বে ও আব্দুল আলীম বিএসসি’র সঞ্চালনায় দোয়াপূর্ব আলোচনা সভায় শিক্ষাবিদ মরহুম আলী আফজাল খানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মারজিয়া রেবেকা সুলতানা, প্রিন্সিপাল মঞ্জুর মোরশেদ মামুন, অধ্যাপক অরবিন্দ পাল অখিল,সাংবাদিক শামছ ই তাবরীজ রায়হান, ডাক্তার গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম বুলবুল, মোয়াজ্জেম হোসেন মেম্বার প্রমুখ।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।