জাতীয়

নান্দাইলে সবকটি সিসি ক্যামেরাই অচল ; চুরি-ছিনতাইয়ের আতঙ্কে পৌরবাসী

নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলে নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে স্থাপিত পৌরসভায় স্থাপিত ২২টি সিসিটিভি ক্যামেরা এখন অচল অবস্থায় পড়ে আছে। পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় চুরি-ছিনতাইয়ের আতঙ্কে ভুগছে পৌরবাসী। এছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে চুরি-ছিনতাই দিন দিন বৃদ্ধি পাওয়ায় পথচারীরা রাস্তায় একা চলাফেরা করতেও ভয় পাচ্ছে। পৌরশহরে নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে অন্যতম সহযোগী সিসিটিভি ক্যামেরাগুলো যেন দেখার কেউ নেই।

সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, নান্দাইল উপজেলার নান্দাইল পৌর সদরে নান্দাইল পুরাতন বাজার ও নান্দাইল নতুন বাজার নামে দুটি বাজার রয়েছে। যেখানে ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের লোকজন কেনা-কাটা ও সরকারি অফিস আদালতে বিভিন্ন ধরনের সেবা গ্রহন করতে পৌরশহরে আসতে হয়। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও পৌরশহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলা পরিষদের তহবিলের প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ২২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। যা মনিটরিং করা হতো নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে। সেখান থেকে বসে পৌর শহরের কোথায় কী হচ্ছে, কোনো অপরাধমূলক ঘটনা ঘটছে কিনা, তা নজরদারি করা হয়। এছাড়া ওই সিসিটিভি ক্যামেরা স্থাপনের সুফলও ভোগ করেছে পৌরবাসী।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে একদল ডাকাত নান্দাইল পুরাতন বাজারে পাহারাদারকে বেঁধে রেখে ডাকাতি ও লুটপাটের ঘটনা সিটিটিভি ফুটেজে দেখে এগিয়ে গেলে পুলিশের উপর ককটেল বিষ্ফোরন করে পালিয়ে যায়। এতে একজন এসআই আহত হয়েছিলেন। পরে পুলিশ সেই ফুটেজের সূত্র ধরে আন্ত:জেলা ডাকাত দলের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছিল। এছাড়া নতুন বাজার সংলগ্ন নান্দাইল সরকারি শহীদস্মৃতি কলেজের ভেতরে ছাত্র হত্যার ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অটোচোর চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

কিন্তু ২০২৪ সালের আগস্ট মাসে কে বা কারা ওইসমস্ত সিসিটিভি ক্যামেরার কেবল কেটে ফেলে। এতে সবগুলো ক্যামেরা অচল হয়ে পড়ে আছে। বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ ঘটে চললেও অনেক অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের বলেন, শুনেছি ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় সড়কের ক্যামেরাগুলো নষ্ট করা হয়েছে। তবে এগুলো সচল করার জন্য পুলিশের হাতে কোনো ফান্ড নেই। ক্যামেরা নষ্টের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবহিত করা হয়েছে।

নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও ইউএনও সারমিনা সাত্তার বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উক্ত দুটি বাজারই নান্দাইল পৌরসভার আওতাধীন। সিসিটিভি ক্যামেরাগুলো সচল করার বিষয় নিয়ে পৌর প্রশাসকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।