নিজ দলের কতিপয় নেতার কণ্ঠে আওয়ামী লীগ নেতাদের বয়ান শোনা যাচ্ছে – প্রিন্স
মোঃ বাবুল হোসেন: যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন, এক কাউয়া পালিয়ে গেছে নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে। কতিপয় দলের নেতার কন্ঠে আওয়ামী লীগ নেতাদের বয়ান শোনা যাচ্ছে। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চায় , কিন্তু ২/৩ টি দল বিএনপির বিরুদ্ধে প্রোপগান্ডা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে যা কাম্য নয়।
তিনি ২৫ জুন বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন।
সূর্যপুর দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রিন্স আরও বলেন , যারা বলে তারা ছাড় দিলে বিএনপি ৫০/১০০ পেতে পরে , তাদের উদ্দেশ্যে বলি , স্বপ্নে ঘি খেলে বদহজম হবে । বিএনপিকে যারা অহেতুক অবমুল্যায়ন করতে চান জনগণ তাদের সমুচিত জবাব দেবে । বিগত ১৫ বছর আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের পার্টনার হয়ে পতিত ফ্যসিবাদকে বাতাস দিতে একটি দল বিএনপির বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিচ্ছে । অপর একটি দল এতোদিন বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও এখন ক্ষমতার লোভে তারাও আকাশ কুসুম কল্পনায় বিভোর ।
তিনি বলেন ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব নিবে । সরকার গঠন করে জনআকাঙ্ক্ষা ও জনগণের কাছে প্রদত্ত অংগীকার বাস্তবায়নে বিএনপিকে কাজ করতে হবে । এজন্য প্রয়োজন সৎ , ত্যাগী,নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মী ।
তিনি বলেন , নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে । নেতাকর্মীদের গায়ে কলংকের কালি যেনো না লাগে এবং কেউ যাতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করতে পরে সে দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব । তিনি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করতে হবে ।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আলী আশরাফ , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
মিজানুর রহমান মিজান , মোনায়েম হোসেন খান উপজেলা বিএনপি নেতা কসিম উদ্দিন জোয়ারদার , রফিকুল ইসলাম , ওসমান জোয়ারদার , সুলতান উদ্দিন আহমেদ , নজরুল ইসলাম , সুরুজ্জামান সাগর , উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন , পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ ।
এর আগে আজ সকালে হালুয়াঘাট উপজেলার হোটেল ইমেক্স সেন্টারে কইচাপুর ও সদর ইউনিয়ন ছাত্র দলের ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি তৃণমূল পর্যায়ে ছাত্র দলের সংগঠন শক্তিশালী করার আহবান জানান । তিনি সৎ ,ত্যাগী,নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান ।এছারাও আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রুতির কথা কর্মী সমাবেশে তুলে ধরেন।