নির্মিত অ-অনুমোদিত স্থাপনা নির্মিত হওয়ার আগে অনুমোদিত হয় কি করে-জনমনে প্রশ্ন
শহর প্রতিনিধি ঃ শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় অনুমোদিত পরিকল্পনায় মোতাবেক সেট ব্যাক অনুসরণ করে ভবন নির্মাণ না করে বরং ভবনের কিছু অংশ রাস্তার উপর নির্মাণ করায় আজ ২১ জুন সকালে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তার উপর নির্মিত ভবনের অংশসহ রাস্তার সীমানা থেকে ৪ ফুট জায়গায় নির্মিত ভবনের অবকাঠামো ভেঙে দেয় মসিক ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ভবনমালিকের নামে অনুমোদনকৃত ৬ তলা ভবনের অনুমোদন বাতিল করেছে সিটি কর্পোরেশন।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি বলেন, অনুমোদিত পরিকল্পনার বাইরে ভবন নির্মাণ করা হলে তার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিটি কর্পোরেশন আইন নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনা মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে এ নিয়ে অনেক প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনে। তারা বলছেন, হিংসা প্রতিহিংসা অহংকার ক্ষমতা আর আধিপত্য বিস্তার এর শিকার কোটি কোটি টাকার তৈরি মার্কেট বিল্ডিংটি। যখন বিল্ডিং টির প্লেন এবং মাঠ পর্যায়ের জরিপ ছাড়াই সিটি করপোরেশনের ইন্জিনিয়ার ও ইন্জিনিয়ারিং সংস্থা প্লেনটি কি করে পাশ করে দিলেন,এবং প্রাথমিক কাজের শুরুতে কেনই বা বাঁধা প্রদান করা হলোনা, সরকারি রাস্তায় বা বিল্ডিং কোর্ট অবমাননা করে কারা এবং কোন গোপন শক্তি উক্ত অবৈধ বিল্ডিং এর কাজটি করতে সাহায্য সহযোগিতা করলেন সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কেননা বিল্ডিংটির শুভ উদ্বোধন করেছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মোঃ ইকরামুল হক টিটু।