অন্যান্যজাতীয়

পত্নীতলায় ভূমি মেলা ও জনসচেতনামূলক সভা উদ্বোধন

পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ২৫ মে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলা ১০ টায় ভূমি মেলার বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে।উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এসময়  ভূমি মেলা ও জনসচেতনামূলক সভা উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ,সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন,যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ,প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান।এছাড়াও  উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সেবাগ্রহীতা।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য নিয়ে ভূমি মেলা ৩ দিন ব্যাপী চলবে। ভূমি মেলায় প্রায় ১০ জন ব্যক্তি ভূমি সেবা গ্রহণ করেন।