পূর্বধলার বৈরাটি ইউনিয়নে ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ
শিমুল শাখাওয়াত: নেত্রকোনার পূর্বধলায় ৫ আসনে আওয়ামী মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খানের উদ্যোগে বৈরাটি ইউনিয়নের আড়াইশর অধিক দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। ৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় উপজেলার বৈরাটী ইউনিয়নের ডাক্তার খানের বাজারে এ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় পাশে থাকার জন্য ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান চাউল, ডাল, তৈল, সেমাই, গামছা, দুধের প্যাকেট বিতরণ করেন। তিনি জানান, উপজেলার ১১ টি ইউনিয়নে এর বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অলি উল্লাহ খান সাবেক প্রধান শিক্ষক ভূগি জাওয়ানি উচ্চ বিদ্যালয়, রফিকুল ইসলাম রফিক যুবলীগ নেতা পূর্বধলা উপজেলা, মোশাররফ হোসেন তালুকদার সাধারণ সম্পাদক বৈরাটি ইউনিয়ন যুবলীগ, মো:আবুল খান সাধারণ সম্পাদক নারান্দিয়া ইউনিয়ন যুবলীগ, যুবলীগ নেতা সাদ্দাম, ছাত্রলীগের যুগ্ম সাধারণ ০১ নুরুজ্জামান রবিন, যুগ্ম সাধারন সম্পাদক মো:ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ, রুহুল, জিলিম, মুরাদ,তোফাজ্জল, আরিফ সহ
ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
HernГЎndez T, Canales M, Avila JG, Duran A, Caballero J, Romo de Vivar, Lira A Ethnobotany and antibacterial activity of some plants used in traditional medicine of Zapotitlan de las Salinas, Puebla Mexico priligy buy
propecia medication Quality of life You re the best one to judge if any health benefits are worth a decrease in life quality