অন্যান্য

প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মেলনের জন্য প্রস্তুত নান্দাইল উপজেলা আওয়ামীলীগ – সাবেক সাংসদ আব্দুস সালাম

সামনে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে কঠিন প্রস্তুতি নিচ্ছে সরকার দল ও বিরোধী দল। তবে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে জেলা-উপজেলা সহ কেন্দ্রীয় পর্যায়ে দল গোচাচ্ছে টানা তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামীলীগ। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সফল সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলছে জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামীলীগের সম্মেলন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলছে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সম্মেলন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নান্দাইল আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মেজর জেনারেল আব্দুস সালাম (অব:) আরসিডিএস পিএসসি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে একটি সুসংগঠিত স্বচ্ছ ও শক্তিশালী উপজেলা আওয়াীলীগের কমিটি উপহার দিতে চান তিনি। যা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসনিার হাতকে শক্তিশালী করে নৌকার বিজয় সুনিশ্চিত করবে। সে লক্ষ্যে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ মেজর জেনারেল আব্দুস সালাম দিন রাত নিরলস পরিশ্রম করে উপজেলার ১টি পৌর সভা সহ ১৩টি ইউনিয়নে মোট ১২৬টি ইউনিট পুন:গঠন করেছেন। প্রতিদিনই বিভিন্ন ইউনিটে কর্মী সমাবেশের মধ্য দিয়ে তিনি ভেঙ্গে পড়া নান্দাইল উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করছেন। দলে ফিরিয়ে এনেছেন আওয়ামীলীগের ত্যাগী নেতাকার্মীদের। পাশাপাশি নতুন ভাবে দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনে ঠাঁই দিয়েছেন আওয়ামী পরিবারের সন্তান নতুন প্রজন্মের কর্মীদেরকে।

গত বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সন্ধায় নান্দাইল পৌর সদরের ২নং ও ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম এই প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমেই তিনি নান্দাইল উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করছেন। একটি অপশক্তির গ্রাসে দীর্ঘদিন যাবত দলটি ভেঙ্গে পড়েছিল। সেই অপশক্তিকে দূর করে, দলের নেতাকর্মীদেরকে মুজিব আদর্শের ধারায় তথা আওয়ামীলীগের মূল গঠনতন্ত্রে ফিরিয়ে এনেছি। আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন যেকোন সময় আওয়ামীলীগের সম্মেলন সফল করার জন্য প্রস্তুত রয়েছে। দলের হাই কমান্ড তথা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ প্রদান করলেই নির্দিষ্ট তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে।

পৌর আওয়ামীলীগের সভাপতি মো. ইদ্রিস আলী ভূইয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম শাহান, আব্দুস সাত্তার ভূইয়া উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা তামান্না আক্তার, উপজেলা আওয়ামীলীগের সদস্য খায়ারুছল আলম ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধার সন্তান মো. আহসান কাদের মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *