অন্যান্য

ফুলপুরে ভাষা সৈনিক এম শামসুল হক এর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালন

ফুলপুর থেকে বিল্লাল হোসাইনঃ ভাষাসৈনিক মরহুম এম শামসুল হক এর ১৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৭ শে মে শনিবার দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ফুলপুর উপজেলা আওয়ামী আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর ময়মনসিংহের সিংহ পুরুষ ফুলপুর তারাকান্দার মাটি ও মানুষের নেতা ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা আসনের পাঁচবারের সাবেক এমপি একবারের উপজেলা চেয়ারম্যান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক সাহেবের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দের সভাপতিত্বে ভাষা সৈনিক এম শামসুল হকের সুযোগ্য সন্তান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসান,পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,তারাকান্দা থানার ওসি আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য মাহবুব রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব,গ্রামাউসের পরিচালক আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,বিজয় চন্দ্র বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভীন লাকি,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মনিরুল হাসান টিটু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

ভাষা সৈনিক এম শামছুল হক ছিলেন ফুলপুরের প্রাণপুরুষ,সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক। তারই আদর্শে আদর্শিত হয়ে তারই সুযোগ্য পুত্র ফুলপুর তারাকান্দা সর্বস্তরের মানুষের উন্নয়নের রূপকার শরীফ আহমেদ এমপি জাতীয় সংসদীয় আসন ফুলপুর তারাকান্দার দুইবারের এমপি একবার উপজেলা চেয়ারম্যান। দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক। উপস্থিত ছিল ফুলপুর উপজেলার তৃণমূলের সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *