জাতীয়

ফুলপুরে রাস্তা ভাংচুর করে ইট লুটের অভিযোগ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :  ফুলপুরে রাস্তা ভাংচুর করে ইট লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রূপসী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সাধারণ কর্মসূচির আওতায় রূপসী গ্রামের আব্দুল আজিতের বাড়ি হতে খাসকান্দাগামী রাস্তার ৭০০ ফুট ইটের সলিং-এর প্রকল্প কাজ চলছিল। প্রায় ৫০০ ফুট কাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় আজিম উদ্দিন ও আজিজুল ইসলাম তাদের লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় রাস্তার ইট তুলে ফেলে ও লুট করে নিয়ে যায়। এতে এলাকাবাসির যাতায়াতের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য মমতা বেগম বাদি হয়ে সোমবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আজিম উদ্দিন ও আজিজুল ইসলাম রাস্তাটি তাদের জায়গায় বলে দাবি করেন।

রূপসী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু জানান, এ রাস্তার উন্নয়নে বিগত বিভিন্ন অর্থ বছরে মাটি ভরাট ও কালবার্ট নির্মাণে প্রায় ৬০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মাটির এ পুরাতন রাস্তায় বর্ষা মৌসুমে কাদার সৃষ্টি হওয়ায় লোকজন যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের দাবির প্রেক্ষিতে এ বছর ইটের সলিং করণ প্রকল্প দেয়া হয়েছে। এভাবে রাস্তার ইট খুলে ফেলা ও লুট করে নেয়ার ঘটনাটি খুবই দুঃখজনক।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।