অন্যান্যজাতীয়

ফুলবাড়িয়ায় সরকারি চাল জব্দ করেছে থানা পুলিশ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিজিডি ও ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তায় ২৭৬০ কেজি চাল জব্দ করা হয়েছে শনিবার (৩১মে) ভোরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকার আইনাল হকের (৫৫) বসত বাড়িতে অভিযান চালিয়ে চাল গুলো জব্দ করে  পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার মোড় এলাকার ব্যবসায়ী আইনাল হকের (৫৫) বাড়িতে সরকারি চাল মজুদ রাখা হয়েছে এমন সংবাদ পায় পুলিশ। পরে শনিবার ভোরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চালের সরকারি সিল যুক্ত ২০ বস্তা ও ৪৪ টি ভিন্ন বস্তায় ৪০ কেজি করে মোট ২৭৬০ কেজি চাল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আইনাল হক। তিনি কান্দানিয়া কচুয়ার মোড় গ্রামের কুশা বেপারীর ছেলে। আইনাল হক দীর্ঘদিন ধরে কালোবাজারির সাথে জড়িত বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান জবান আলী। জব্দকৃত চালগুলো প্বার্শবর্তী ভালুকা উপজেলার উথুরা থেকে কেনা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সরকারি ভাবে বিতরণের জন্য ভিজিডি ও ভিজিএফের চাল গুলো হয়তো কারো কাছ থেকে কিনে মজুদ করা হয়েছিল। পুলিশের উপস্থিতি পেয়ে আইনাল পালিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ চাল কীভাবে সেখানে গেলো, এর সঙ্গে আরও কারা জড়িত তদন্তে তা বের করা হবে।

এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম  বলেন, এ ঘটনায় অধিকতর তদন্ত করে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।