বিএনপির নেতা রুবেল নিজ খরচে নির্মাণ করলেন কাঠের ব্রিজ
মোঃ বাবুল হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাটে গত ২৬শে মে বোয়ালমারা খালের উপর ১১০ ফুট কাঠের ব্রিজ নির্মাণ করে আবারও আলোচনায় এসেছেন বিএনপির নেতা আলহাজ্ব সালমান ওমর রুবেল। গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা খালের উপর কাঠের ব্রিজ নির্মাণের ফলে ৫ টি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যাতায়াতের পথ সহজ হল ।
বোয়ালমারা খালের উপর নির্মাণাধীন কাঠের ব্রিজটি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। এর আগে রুবেল ব্রীজটির কাছাকাছি পৌঁছলে স্থানীয় উপজাতীয় শিল্পীরা গান গেয়ে নৃত্য করে তাকে স্বাগত জানায়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় রুবেল বলেন, এই এলাকার পাঁচটি গ্রামের পনের হাজার লোক অনেক কষ্ট করে হালুয়াঘাট বাজারে আসা যাওয়া করত। একটি বাশের ভাংঙ্গা সাঁকো দিয়ে এলাকার জনগণ যাতায়াত করত। গর্ভবতী মা বোনেরা,স্কুলের ছোট ছেলে মেয়েরা এবং বয়স্ক নারী পুরুষদের যাতায়াত ছিল অনেক কষ্টের । এলাকাটি আদিবাসী অধ্যুষিত হওয়ায় অনেকের নজর ছিল না।স্থানীয় আদিবাসী নেতৃত্বের আবেদনের প্রেক্ষিতে এলাকাবাসীর যাতায়াতের অসুবিধার কথা চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে এই কাঠের ব্রিজটি নির্মানের উদ্যোগ নেই। ব্রিজটি নির্মানের সময় যেসকল আদিবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্লাসটার ফিলিপ মৃ, বক্তব্য রাখেন ভাস্কর চিছিম,টিটুনিয়াস রংমা টিটু,ফরিদ মারাক,সুস্ঠু হাগিদক। পরিচালনায় ছিলেন মোঃ মারুফ। এসময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।