বিএনপি’র ৩১ দফা মানে ন্যায়-নিষ্ঠা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামস
নান্দাইল প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে ৩১ দফা কর্ম উত্থাপন করেছেন। আর এই ৩১ দফার মানে হচ্ছে ন্যায়-নিষ্ঠা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা। যা বাস্তবায়ন হলে দেশে সকল ধর্মের, বর্ণের, গুত্রের, জাতি-গোষ্ঠীর সমান অধিকার রক্ষা হবে। সমাজে ন্যায়-নিষ্ঠার মাধ্যমে জনগণের গনতন্ত্র রক্ষা হবে, সকল মানুষের ভোটাধিকার, নাগরিক, মানবাধিকার ও নিরাপত্তার অধিকার সমুন্নত হবে এবং বাংলাদেশ বৈষম্যহীন উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে।
রোববার (২২ জুন) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গাংগাইল ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্য এসব কথা বলেন।
গাংগাইল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক বাহা উদ্দিন বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে বলেই জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে। আর তাই দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মী সহ সকলকে জোর আহবান জানান। পাশাপাশি সকল অপশক্তি ও ষড়যন্ত্র রুখে দাড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।
এছাড়া তিনি আরও বলেন, দেশে একটি দল বেহেশতের টিকেট বিক্রি করছে, আর কিছু নেতাকর্মী বসন্তের কোকিল হয়ে কুহু কুহু ডাকছে। এসমস্ত দলের নেতাকর্মীদের পাল্লায় পড়বেন না। যারা দলের দুর্দিনে পাশে ছিল তাদের পাশে থাকেন বিএনপির পাশে থাকুন। একমাত্র বিএনপির হাতেই এ দেশ ও জনগণ নিরাপদ।
গাংগাইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন মাস্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায়, নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান, ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দন, রাসেল, শ্রমিক নেতা মনিরুজ্জামান বিজয়, সাব্বির প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও গাংগাইল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।