বিএনপি নেতাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, শ্যামা উবায়েদ, তাবিদ আওয়াল ও বরকত উল্লাহ বুলুসহ অসংখ্য নেতা কর্মীর উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিএনপি নেতা আমিন সরকারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ত্রিশাল পৌর এলাকায় বিএনপি নেতা আমিন সরকারের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসুচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কমিশনার রেজাউল করিম সেলিম, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন ব্যাপারী, ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা উসমান গনি কাজল, ৬নং ওয়ার্ডের বিএনপি নেতা দেলোয়ার হোসেন, কাজল, নয়ন, জাহাঙ্গীর, ১নং ওয়ার্ডের বিএনপির নেতা আসাদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।