অনিয়ম-দূর্নীতিজাতীয়

বিএনপি নেতা কর্তৃক প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত,  সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ

মোঃ বাবুল হোসেন:  ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরার বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ১৮ই নভেম্বর  হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রেহেনা পারভীন। তিনি উপজেলার পূর্বধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার জয়িতা মহিলা মার্কেটের পিছনে জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিষয়ে আলোচনা করতে গেলে অভিযুক্ত নেতা আচমকা উত্তেজিত হয়ে তার ওপর অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তিনি আহত হন এবং পরবর্তীতে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
তিনি আরও জানান, ২০১৯ সালে নেতার ছোট ভাই ইফরানুল বারী খান পলাশের কাছ থেকে উত্তর খয়রাকুড়ি শহীদস্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন লুৎফা টাওয়ারের পিছনে ৩.৫ পয়েন্ট জমি ২০ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করেন তিনি। ৮ লাখ টাকা বায়না দেওয়ার পর জমির রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু করলে জানতে পারেন জমিটি উত্তরা ব্যাংকে মর্টগেজ অবস্থায় রয়েছে। এ নিয়ে বারবার সময়ক্ষেপণ এবং প্রতারণামূলক আচরণের প্রতিবাদ করতেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন শিক্ষক।
এ ঘটনায় তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও হালুয়াঘাট থানাকে ইতোমধ্যে লিখিতভাবে অবগত করেছেন বলে জানান।
ভুক্তভোগী রেহেনা পারভীন অভিযোগ করেন, অভিযুক্ত নেতা ও তার পরিবারের কারণে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের জন্য গণমাধ্যমসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।