বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। রোববার দুপুরে অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। শহীদ সোহেল
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দূর্গাপুর
গ্রামের সুরুজ হাওলাদারের সন্তান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত
২০ জুলাই ঢাকার কদমতলী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রোরবার দুপুরে অলহরি দুর্গাপুরে শহিদ সোহেলের বাড়ী গিয়ে তাঁর কবর
জিয়ারত করেন এবং পরিবারের হাতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ
থেকে ২০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী
অফিসার জুয়েল আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল
হাসান। এসময় সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, ছাইফুল ইসলাম তুহিন
প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার সদর ইউনিয়নের
সতেরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনকে চিকিৎসার জন্য ১০ হাজার
টাকার অনুদানের চেক প্রদান করে জাতীয় সমাজকল্যাণ পরিষদ।