ভালুকায় গর্তে পড়ে শিশুর মৃত্যু
আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকার কাঁঠালী এলাকায় গোবরের গর্তে পড়ে
শনিবার বিকেলে জুনায়েত হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটির মা জেরিন আক্তার নামাজ আদায় করছিলেন এ ফাঁকে শিশুটি সকলের অগোচরে বাড়ীর পাশে গোবরের গর্তে পড়ে।
খুঁজতে গিয়ে তার মা বাড়ির পাশের গর্ত থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।