ভালুকায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম গফরগাঁও উপজেলার মশাখালী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে সিরাজুল ইসলাম মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত চলে যায়।
খবর পেয়ে ভালুকা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, “নিহতের লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।”

