ময়মনসিংহের বিভিন্ন জায়গায় এনডিএফ’র পথসভা অনুষ্ঠিত
অফিস ডেস্ক: বন্দর-করিডর প্রদানের নামে দেশকে মার্কিন ও চীন-রাশিয়ার আন্ত:সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করার তৎপরতা চলছে। এর বিরুদ্ধে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয় । জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে এসব পথসভা অনুষ্ঠিত হয়। শহরের নতুন বাজার থেকে তাজমহল মোড় এলাকায় অনুষ্ঠিত এসব পথসভায় বক্তব্য রাখেন এনডিএফ জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, সহ-সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভার মাধ্যমে করিডর সংক্রান্ত সংগঠনটির একটি প্রচার পত্র বিলি করা হয়। এ সময় এনডিএফ’র বিভিন্ন শরীক সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেন।
পথসভায় নেতৃবন্দ বলেন, চীন ঘেরাওয়ের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদ পিভট টু এশিয়া পরিকল্পনার অংশ হিসেবে ইন্দো-প্যাসিফিক কৌশল গ্রহণ করেছে । এই কৌশল বাস্তবায়নে ভূ-রাজনৈতিকগতভাবে বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। একই সাথে চীন-রাশিয়া পাল্টা ব্যবস্থাগ্রহণ করায় এতদ্বাঞ্চলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। বন্দর-করিডর প্রদানের মাধ্যমে বাংলাদেশকে যদ্ধে সম্পৃক্ত করার তৎপরতা চালাচ্ছে ক্ষমতাসীন সরকার।
নেতৃবৃন্দ আরও বলেন, বামপন্থিনামধারীরা শুধু মার্কিণ সাম্রাজ্যবাদের বিরোধিতা করছে। কিন্তু প্রতিপক্ষ চীন-রাশিয়া সাম্রাজ্যবাদী শক্তিকে আড়াল করছে। সাম্রাজ্যবাদী যুদ্ধ থেকে দেশকে মুক্ত রাখা এবং অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তোলার প্রেক্ষিতে উভয় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এক পক্ষের সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করে অপরপক্ষের তাবেদারী করার মাধ্যমে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নেতৃবৃন্দ সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।