ময়মনসিংহে আনসার ও ভিডিপির কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
ময়মনসিংহে কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) ভিডিপি (পুরুষ) উদ্বোধন করা হয়েছে। ১৯ মে (সোমবার) বাঁশবাড়ী আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। মোঃ রবিউল ইসলাম পিভিএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি ময়মনসিংহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় চৌধুরী পিভিএম, পরিচালক, আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদেরকে উক্ত কোর্সে স্বাগত জানান এবং তাদেরকে দক্ষতা অর্জন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে সমাজে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রাণিত করেন।
তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রসংগে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মুলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহব্বান করেন।
৭০ দিন মেয়াদী এই প্রশিক্ষণে ময়মনসিংহ বিভাগের ০৪টি জেলা হতে বাছাইকৃত ২৫ জন তরুন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তি