অনিয়ম-দূর্নীতিজাতীয়

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহ ত্রিশাল থানার ধর্ষণ মামলার আসামী  বদরুল ইসলাম ওরফে রিয়াজ(৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২২ নভেম্বর র‌্যাব ১ এর সহায়তায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র এজাহার সূত্রমতে জানায়, ভিকটিম(৩৫) স্বামী পরিত্যক্তা । বদরুল ইসলাম ওরফে রিয়াজ এর মালিকানাধীন ০৫ তলা বিশিষ্ট মাদ্রাসায় ভিকটিম সন্তানকে নিয়ে দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। সন্তান উক্ত মাদ্রাসায় ছাত্র হওয়ায় বদরুল ইসলাম ভিকটিমের খোঁজখবর নেওয়ার জন্য প্রায় সময় বাসায় আসতেন। সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে প্রলুদ্ধ করে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ও তারিখে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর  রাত অনুমান ১১:৩০ ঘটিকায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বদরুল ইসলাম ওরফে রিয়াজকে বিবাহরে জন্য চাপ দিলে বিবাহ করতে অস্বীকার করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ ত্রিশাল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ-২৯ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(খ)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে র‌্যাব সূত্র জানায়।