জাতীয়

ময়মনসিংহে মালিকবিহীন ১২৯ বোতল ভারতীয় মদ জব্দ

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় অভিনব কায়দায় মাদক পাচারকালে মালিক বিহীন ১২৯ বোতল ভরতীয় মদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার দুধনই বাজারের পান মহল থেকে চিপস এবং চানাচুর ভর্তি মালবাহী একটি ভ্যান আটক করে।

যেখানে ভ্যানের নিচে অভিনব কায়দায় চটের বস্তা ভর্তি ১২৯ বোতল ভারতীয় মদ উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভ্যান চালক।

এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, সীমান্ত এলাকা হওয়ায় এখানে বিভিন্ন সময় মাদক পাচারের ঘটনা ঘটে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারিদের আটক করেছি। জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।