ময়মনসিংহে রঙ্গভূমি থিয়েটারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “রঙ্গভূমি নাট্যোৎসব” অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ রঙ্গভূমি থিয়েটারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে রঙ্গভূমি থিয়েটারের আয়োজনে “রঙ্গভূমি নাট্যোৎসব -২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২ টি নাটক ও ভারতের ১ টি নাটক মঞ্চায়িত হয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এর শাকিল আহমেদ এর নির্দেশনায় মনোজ মিত্র এর রচনায় নাটক ফ্যানসি ও ন্যানসি, গণপতি নষ্কর এর রচনা ও নির্দেশনায় রঙ্গভূমি থিয়েটারের নাটক সুন্দরী সুন্দরবন এবং বঞ্চিত মানুষের বঞ্চণার কথা নিয়ে গণপতি নষ্কর এর রচনা ও নির্দেশনায় কথা নাট্য সংস্থা মঞ্চায়ন করে মাইক্রোফোন নাটক।
রঙ্গভূমি থিয়েটারের প্রযোজনা অধিকর্তা আনিসুজ্জামান হাসান জানান, ৯ বছরের পথ চলায় রঙ্গভূমির নাট্যমঞ্চে প্রাণ দিয়েছে-মান্নান হীরার ‘শিকারী’ ও ‘আগুনের ছায়া’, মুজাহিদ ইসলামের ‘ব্রহ্ম কন্যার কথা’, এবং গণপতি নস্করের ‘সুন্দরী সুন্দরবন’। সগির মোস্তফা “পাংশু” রহমান রাজু “মনঘুড়ি” নোটিশ, সুধা, একটি কলমের মৃত্যু, এসব প্রযোজনা শুধু দর্শকের ভালোলাগা ও সুনাম কুড়িয়ে থেমেথাকেনি; থিয়েটারচর্চায় এনেছে নতুন নতুন ভাবনা, নির্মান করেছে প্রতিবাদের ভিন্ন মাত্র। প্রতিটি নাটকে জেগে উঠেছে, নান্দনিক উচ্চতা ও মানবিক আবেগ বিচিত্র রূপশৈলি।রঙ্গভূমি থিয়েটার এ যাত্রায় স্থানিক পরিসরে না থেমে থেকে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক নাটক উৎসব আয়োজন করেন ২০২০ সালে।
এই উৎসবের মধ্য দিয়ে যে আন্তঃসাংস্কৃতিক সেতুবন্ধনের সূচনা করেছিল তারই বহিঃপ্রকাশ দেখা যায় রঙ্গভূমির পরবর্তী প্রযোজনা গুলোতে। রঙ্গভূমি নাট্যোৎসব এ উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

