অন্যান্য

ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য অধ্যাপক আজিজুর রহমান এঁর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

বাবলী আকন্দ ঃ ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে বিভিন্ন বিষয়ে অধ্যাপক আজিজুর রহমান এর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিঃসন্দেহে স্পষ্টভাষী ছিলেন। তিনি শুধুমাত্র শিক্ষকতা পেশায়ই নয় খেলাধুলা থেকে শুরু করে সবক্ষেত্রে তাঁর অবদান ছিল অনেক। ময়মনসিংহের বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ দিতেন এবং সাংবাদিকদের উদ্বুদ্ধ করতেন। ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আজিজুর রহমান (৮০) স্মরণে আজ ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে শোক সভায় স্মৃতিচারণ করা হয়। এতে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় স্মৃতিকথা তুলে ধরেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড ইমাম উদ্দিন মুক্তা,ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এড বিকাশ রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য আবুল হাশেম, সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব, সাবেক কোষাধ্যক্ষ ইঞ্জি. মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, একুশে টেলিভিশনের প্রতিনিধি আতাউর রহমান জুয়েল প্রমুখ। মরহুম অধ্যাপক আজিজুর রহমান এর আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ,শোকবার্তা পাঠ, নীরবতা পালনসহ তার বর্ণাঢ্য জীবনের স্মৃতি তুলে ধরা হয়।

এ সময় তাঁর পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক আজিজুর রহমান এর সহধর্মিণী অবসরপ্রাপ্ত শিক্ষক রোকেয়া বেগম, তাঁর পুত্র নেত্রকোনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান। উপস্থিত ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, অধ্যাপক আজিজুর রহমান ১৯৪৩ সালের ১০ জানুয়ারি ময়মনসিংহের এক স্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। গত এপ্রিল মাসের ৪ তারিখে ময়মনসিংহের বাউন্ডারী রোডস্থ বাসভবনে বার্ধক্যজনিত রোগের কারণে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *