মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে শেখ রাসেল দিবস উদযাপিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০তম শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে আলোচনা ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদেরকে শেখ রাসেলের জীবনী সংক্রান্ত বই পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। তিনি জানান, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নাম অনুসারে শেখ রাসেলের নাম রাখা হয়। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে এ দিবসটি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।