মাদক, জুয়াসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে গাবী আদর্শ যুব সংঘের মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মাদক, জুয়া, চুরিসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার ঐতিহ্যবাহী গাবী গ্রামের ছাত্র-যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন গাবী আদর্শ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অদ্য (৭ জুন ২০২৫) বিকাল ৫ টায় গাবী গ্যাসফিল্ড এ অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি মফাজ্জল হোসেন হীরা। গ্রামের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন লুৎফর রহমান রাসেল, মঈনুল হোসেন আল আমিন, মামুনুর রশিদ শান্ত, তফাজ্জল হোসেন, খায়রুল বাসার, শাহ আলম রিপন, দেলোয়ার হোসেন, মামুন আহমেদ জিটু, প্রলয় তালুকদার, ফজলুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, গাবী একটি ঐতিহ্যবাহী গ্রাম। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে এ গ্রামের কৃতিত্ব দেশব্যাপী বিস্তৃত। কিন্তু সাম্প্রতিক সময়ে মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে গ্রামের যুবক-তরুণরা জড়িয়ে যাওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানা যায়। সংবাদ মাধ্যমে জানা যায়, জেলার বর্ডার অঞ্চল থেকে পার্শ্ববর্তী জেলায় মাদক পাচারের রুট হিসেবে গাবী ও আশপাশের গ্রামগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে প্রচার থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন তদারকি নেই বলে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা স্থানীয় প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহবান জানান।
বক্তারা আরও বলেন, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি গ্রামের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন । প্রয়োজনে পাড়া-মহল্লায় সচেতন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করে প্রশাসনের সাথে সমন্বিতভাবে মাদক প্রতিরোধে ভূমিকা পালন করতে হবে গ্রামের মানুষদের। গ্রামের ছাত্র-যুবক-তরুণরা যেখানেই থাকুন মাদকের ছোবল থেকে গ্রাম ও এলাকার যুবক-তরুণদের রক্ষায় সকলকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে বলে বক্তারা তাদের বক্তব্যে আহবান জানান। গ্রামের গরিব, মধ্যবিত্ত মানুষের সন্ত্বানেরা মাদকে জড়িয়ে যাওয়ায় পরিবারগুলি বিপর্যস্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। এ অবস্থার উত্তরণ ঘটাতে আয়োজিত সমাবেশ থেকেই উপজেলাব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।