আন্তর্জাতিককৃষি ও শিল্পজাতীয়

মেশিন লার্নিংয় ব্রুসেলোসিস রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান এবং তাঁর পিএইচডি গবেষণারত শিক্ষার্থী কর্নেল (অব.) এসএম আজিজুল করিম হুসাইনী জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো ব্রুসেলোসিস রোগ শনাক্ত, ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধে মেশিন লার্নিং প্রযুক্তির সফল ব্যবহার করা হয়েছে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মানের স্কোপাস সূচকভুক্ত এশিয়ান জার্নাল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োলজি-তে, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর ১.৬। এই গবেষণায় প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান এবং সহ-পর্যবেক্ষক ছিলেন জার্মানির ফ্রেডেরিখ লোফলর ইনস্টিটিউটের ড. হেনরিখ নইবার। গবেষণায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সৌদি আরবের কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়।
ব্রুসেলোসিস হলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি মারাত্মক ঘাতক ব্যাধি, যা গৃহপালিত গবাদি পশু, বন্যপ্রাণী এবং সামুদ্রিক স্তন্যপায়ীদের মধ্যে সংক্রমণ ঘটায়। এটি পশু খামারিদের জন্য ব্যাপকভাবে আর্থিক ক্ষতি ডেকে আনে এবং এটি একটি জুনোটিক রোগ হওয়ায় গবাদি পশু থেকে সহজেই মানুষে সংক্রমিত হতে পারে। গবাদি পশুর ক্ষেত্রে দুধ উৎপাদন কমে যাওয়া, গর্ভপাত এবং উৎপাদনশীলতা ব্যাপক হারে হ্রাস পাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়।
গবেষক দলের প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, “এই রোগের বিরুদ্ধে কার্যকর কোনো চিকিৎসা পদ্ধতি না থাকায় দীর্ঘদিন ধরে খামারিরা ভোগান্তির শিকার হয়ে আসছেন। আমরা মেশিন লার্নিংয়ের পাঁচটি অ্যালগরিদম প্রয়োগ করে সফলভাবে ব্রুসেলোসিস রোগের ঝুঁকিপূর্ণ কারণগুলো নির্ণয় করতে পেরেছি। এর মধ্যে এমএলপি, ডিপ লার্নিং ৪জে, অ্যাডাবুস্ট এমআই, এবং জে৪৮ ট্রি সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে মেশিন লার্নিং অ্যালগরিদম শুধু পশুস্বাস্থ্য নয়, মানুষের হৃদরোগ, কিডনি সমস্যা, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি নির্ণয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। তবে আমাদের দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতা ও ধর্মীয় অনুভূতির কারণে ব্রুসেলোসিস আক্রান্ত পশু নিধনের পদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়। বরং যেসব পশুর বিদেশি রক্তের অনুপাত বেশি ও যারা উচ্চমূল্যের, তাদের ক্ষেত্রে নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করা যায়।”
পিএইচডি গবেষক কর্ণেল (অব:) এসএম আজিজুল করিম হুসাইনী বলেন, অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় মেশিন লার্নিং পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে রোগ সংক্রমণের পদ্ধতি ও প্রতিরোধের উপায় নির্ধারণ করা গেছে। চিকিৎসায় অক্সিটেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন এবং বেনজাইল পেনিসিলিন একত্রে প্রয়োগে আশানুরূপ ফলাফল মিলেছে।
তিনি আরো বলেন, “আমরা সঠিক নির্দেশনা পেয়েছি, তা অনুসরণ করে কাজ করেছি, এবং কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। এই সাফল্য দেশ ও জাতির জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে।”
গবেষণায় দেখা গেছে, ব্রুসেলোসিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার অন্তত ১২টি প্রজাতির মধ্যে ব্রুসেলা অ্যাবর্টাস, ব্রুসেলা সুইস, ব্রুসেলা মেলিটেনসিস ও ব্রুসেলা ক্যানিস সবচেয়ে ক্ষতিকর।
অধ্যাপক সিদ্দিক জানান,  বর্তমানে ব্যবহৃত ব্রুসেলা অ্যাবর্টাস (এস-১৯) এবং (আরবি৫১) লাইভ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। তবে ‘মৃত ভ্যাকসিন’ নিরাপদ এবং কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে ব্রুসেলোসিস প্রতিরোধে একটি যুগান্তকারী টিকা উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে।