শেরপুরের শ্রীবরদীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর মথুরদি গ্রামের নিজ বাড়ি থেকে সওদাগর আলী (৮৩)নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১১ আগষ্ট বুধবার সকাল ১০ ঘটিকার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সওদাগর আলী ওই গ্রামের মৃত ফজর উদ্দিন আহমেদের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথা সহ নানা রোগে ভুগছিলেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সওদাগর আলী দীর্ঘদিন থেকেই পেটের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে রাতের খাবার শেষে প্রতিদিনের মত সে নিজ ঘরে ঘুমাতে যায়। রাতের কোন এক সময়ে ঘরের ধরণার সাথে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সকালে তার স্বজনরা সওদাগর আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করাসহ সুরতহাল করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বৃদ্ধ সদাগর আলী বিভিন্ন রোগে দীর্ঘদিন থেকে আক্রান্ত। তার পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।