সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ২০ জুন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার আহবান
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২০ জুন ইউনিয়নের নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করার আহবান জানিয়েছেন নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন, রেজি: নং-২৫৭৪ এর সকল প্রার্থীরা। গতকাল (৪ জুন ২০২৫) বিকাল ৫ টায় ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের এক মতবিনিময় সভায় এ আহবান জানান নির্বাচনী প্রার্থীসহ ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকদের নিয়ে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র কার্যকর রয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই সেক্টরের শ্রমিকরা বিভিন্ন জেলায় ইউনিয়নের মাধ্যমে সংগঠিত রয়েছে। সৎ, সাহসী প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করতে পারলে এই সংগঠিত সেক্টরটি জাতীয়ভিত্তিক শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাম্রাজ্যবাদী শক্তিসমূহ নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশকে বিশ্বযুদ্ধে সম্পৃক্ত করার তৎপরতা চালাচ্ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট, করিডর নেয়াসহ মহাসড়ক ও আঞ্চলিক টাস্কফোর্স এ দেশকে যুক্ত করার তৎপরতা চালাচ্ছে। এছাড়া প্রচলিত জ্বালানী নির্ভর গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ি প্রতিস্থাপনে একচেটিয়া পুঁজিবাদী গোষ্ঠী বাজারসৃষ্টির তৎপরতা চালাচ্ছে। বৈদ্যুতিক গাড়ি পরিচালনায় ড্রাইভারের পরিবর্তে রোবট বা অটোমেশন প্রক্রিয়ায় পরিবহন চালানোর প্রযুক্তিগত বাণিজ্যিক তৎপরতা চলছে। এর ফলে দেশে ৬০ লক্ষ পরিবহনের শ্রমিকের মধ্যে এক বৃহৎ অংশ চাকুরিচ্যুত হওয়ার শংকা তৈরি হয়েছে। এ কারণে শাসক-শোষক গোষ্ঠীর কাছে পরিবহন সেক্টরের সংগঠিত রুপটি তাদের পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে। তাই পরিবহন সেক্টরে ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করার লক্ষ্যে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন, ২০১৭ সালে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে শ্রমদপ্তরের এস আর ও ঘোষণা এবং পরিষেবা বিল-২০২২ ইত্যাদি এহেন তৎপরতা চালানো হচ্ছে। ফলে সড়ক পরিবহনের ইউনিয়নগুলোর নির্বাচনের সময়ে শ্রমদপ্তর বিভিন্নরকম হয়রানি সৃষ্টি করে ইউনিয়নগুলোকে দূর্বল ও নেতৃত্বশূন্য করার তৎপরতা চালাচ্ছে।
নেতৃবৃন্দ সভায় হুশিয়ারি প্রকাশ করে বলেন, শ্রমদপ্তরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পরামর্শ ক্রমে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় নতুন করে কোন হয়রানি সৃষ্টি করা হলে তাদের স্বরুপ উন্মোচনের মাধ্যমে নির্ধারিত তারিখে ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন করা হবে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের সকল প্রার্থী এবং ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মিরা ঐঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে বলে মতবিনিময় সভায় হুশিয়ারি করা হয়। ( প্রেস বিজ্ঞপ্তি)