হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভিন্নধর্মী উদ্যোগ
মোঃ বাবুল হোসেন: হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান একের পর এক ভিন্নধর্মী কিছু উদ্যোগ নিচ্ছেন। পরবর্তীতে তা বাস্তবায়ন করে হালুয়াঘাটের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আলোচিত হয়েছেন। ২৪সেপ্টেম্বর সেরকম একটি উদ্যোগ নিয়ে হালুয়াঘাটের বাস চালকদের ট্রাফিক আইন মেনে চলে যাত্রীদের সাথে ভদ্রোচিত আচরণ করে বাস চালানোর নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন থেকে এরকম নির্দেশনা সংক্রান্ত স্টিকার নিজ হাতে বাসে লাগিয়ে দেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হারুন, বাসের ড্রাইভার ও হেলপারগণ উপস্থিত ছিলেন।