হোটেল শ্রমিকনেতা সুমন দাশের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-২১২৬)-এর হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি সুমন দাশের পিতা সুনীল দাশ গত ২৬ মার্চ ২০২৪ আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৯৩৩)-এর সভাপতি মোঃ ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক আনছার আলী, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর সভাপতি তারেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৮৬৮ এর সভাপতি মোঃ কাওছার খান, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৮৬৮ এর সভাপতি লিলু মিয়া এবং সাধারণ সম্পাদক পিন্টু দাস এক যুক্ত বিবৃতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
If some one wishes expert view on tthe topic of running a
blog afterward i advise him/her to pay a qhick visit this blog,
Keep up the pleasant job. https://Glassiuk.wordpress.com/
Incredible points. Sound arguments. Keep upp the great effort. https://Volunteeri.com/companies/tonebet-casino/